It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
সেবা নেয়ার নিয়মাবলি
আপনি যখন আগ্রহী হবেন সম্পূর্ণ পক্রিয়ায় আমাদের একজন প্রতিনিধি আপনাকে সর্বাত্নক সাহায্য করবে।
প্রথম ধাপঃ
আমাদের ফেসবুক পেইজে আগ্রহী বাটনে ক্লিক করে বা মেসেজ অপসনে “আগ্রহী ও আপনার জেলার নাম” লিখে মেসেজ দিয়ে রাখলে, আমরা অতি দ্রত আপনাকে একটি ফরম দিব যেখানে প্রয়োজনীয় কিছু তথ্য চাওয়া হবে আপনি আমদের দেয়া ফরমটি পূরণ করে আবার আমাদের কে পাঠিয়ে দিবেন ফিরতি মেসেজ এ বা ইমেইলে।
এই ধাপে সময় ও সম্মানি নির্ধারিত হয়।
এইধাপেই আপনাকে সাহায্য করার জন্য, প্রয়োজনে আপনার সাথে কথা বলার (আপনি যদি কোন বিষয়ে কথা বলতে চান) জন্য আমাদের একজন ট্যাক্স এসেসমেন্ট কনসালটেন্ট নির্ধারিত হয়, যিনি আপনার কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনাকে সাহায্য করবে । আবার আপনি চাইলে আপনার জন্য নির্ধারিত ট্যাক্স এসেসমেন্ট কনসালটেন্ট এর সাথে তার মোবাইলে (নাম্বার মেসেজে দেয়া হবে) সন্ধ্যা ৭টা হতে রাত ১০টার মধ্যে যোগাযোগ করতে পারেন।
দ্বিতীয় ধাপঃ
প্রথম ধাপের যোগাযোগ এর পর গ্রাহক সম্মত হলে, তার নামে আমরা একটি ট্যাক্স ফাইল ওপেন করি। ট্যাক্স ফাইলের নাম্বার টি গ্রাহককে দেয়া হয়। ফাইল নাম্বার পাওয়ার পর, গ্রাহক NID কার্ডের দুই পাশের ছবি, TIN সার্টিফিকেটের ছবি, ও ব্যাংক স্টেটমেন্ট এর ছবি, ও অন্যান্য ডকুমেন্ট (যদি থাকে) আমদের ফেসবুক পেইজ (https://web.facebook.com/taxinfobd.comonline) এর মেসেজ অপসনে পাঠিয়ে দিবেন অথবা আমদের নিবন্ধিত ইমেইলে (contact@taxinfobd.com) এ পাঠিয়ে দিবেন। খুব কম সময়ের মধ্যে আমরা আপনাকে রিপ্লাই দিব।
এই ধাপে আলোচিত সম্মানির ৫০% আমদের বিকাশ নম্বরে (০১৭৮২২৯৬৮৮০) বা এই লিংকে বা এই URL কপি করে আপনার ব্রাউজার থেকে https://shop.bkash.com/tax-info-bd01782296880/paymentlink দিবেন। বিকাশের রেফারেন্স হিসেবে ফাইল নাম্বারটি (ফাইল নাম্বারের ০২ সংখ্যা , সালের ০২ সংখ্যা মোট ৪ সংখ্যা)উল্লেখ করার চেস্টা করবেন । এতে আমদের সুবিধা হয়।
তৃতীয় ধাপঃ
আমারা ১ থেকে ৫ দিনের মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন প্রস্তুত করে, আপনার প্রতি “আমাদের নির্দেশনা ও কৃতজ্ঞতা” সূচক চিঠিসহ মূল কপি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। কুরিয়ার রিসিট আপনাকে পাঠানোর পর, বাকী ৫০% টাকা আমদের নির্ধারিত বিকাশ নম্বরে পাঠিয়ে দিবেন।
আমাদের পক্ষের রিটার্নের কাজ এই ধাপে শেষ হয়।
এইধাপ টি গ্রাহক চাইলে আরো সহজে ও করা যায়। গ্রাহক কোন ইমেইল পাঠালে আমরা প্রস্তুত কৃত রিটার্ন ঐ ইমেলে পাঠিয়ে দিব। গ্রাহক প্রিন্ট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে রাখবে। কি কি ডকুমেন্ট যুক্ত করতে হবে এবং কত টাকার পে. ওর্ডার কার বরাবর করতে হবে আমাদের দেয়া নির্দেশনায় উল্লেখ থাকবে।
এই বার পে. অর্ডার, আপনার ছবি সহ স্বাক্ষর করা রিটার্ন ফরম, ও প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে আপনি নিজে আপনার নির্ধারিত কর অফিসে জমা করতে পারেন অথবা আমদের সাথে জমা দানের জন্য রিকুয়েস্ট করতে পারেন।
চতুর্থ ধাপঃ
এই ধাপটি মূলত রিটার্ন জমাদানের জন্য করতে হয়।
যদি আমাদের মধ্যমে রিটার্ন জমা দেয়া পসিবল হয় এবং গ্রাহক যদি তা চায়, তবে রিটার্নের প্রতি পাতায় পেন্সিলের মার্ক করা যায়গায় স্বাক্ষর করে আমাদের চাওয়া নির্দিষ্ট অংকের পে. অর্ডার ও দরকারি ডকুমেন্ট (“আমাদের নির্দেশনা ও কৃতজ্ঞতা” সূচক চিঠিতে উল্লেখ থাকবে) সহ আমাদের ঠিকানায় পাঠাতে হবে।
আমরা আপনার রিটার্নটি পাওয়ার পর আরো কিছু রিটার্ন যুক্ত করে এক সাথে সংশ্লিষ্ঠ আয়কর অফিসে জমা দেয়ার চেস্টা করি। রিটার্ন সাবমিট করা হলে আপনাকে মেসেঞ্জার বা ইমেইল বা মোবাইলে জানিয়ে দেয়া হবে। তারপর রিটার্ন সাবমিটের যাতায়াত খরচ ঐ বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনার ঠিকানায় মূল রিসিট টি পাঠিয়ে দিব।
ধাপ সমূহকে জটিল মনে হলে সম্পূর্ণ পক্রিয়ায় আমাদের একজন প্রতিনিধির (আপনার জন্য নির্ধারিত ট্যাক্স এসেসমেন্ট কনসালটেন্ট) এর সাহায্য নিন ।
ইমেইল যোগাযোগের মাধ্যমঃ contact@taxinfobd.com
ফেইসবুক যোগাযোগের মাধ্যমঃ পেইজ (https://web.facebook.com/taxinfobd.comonline) মেসেজ অপসনে।
পেমেন্টের মাধ্যমঃ বিকাশ নম্বরে ০১৭৮২ ২৯৬৮৮০ (পার্সোনাল রিটেইল বিজনেস আকাউন্ট Tax Info BD নামে) বা https://shop.bkash.com/tax-info-bd01782296880/paymentlink এই লিঙ্কের মাধ্যমে।