It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
সরকারি বেতন-ভোগী
কোন ব্যাক্তি কোন প্রতিষ্ঠানে চাকরি বা কাজ করে যে উপার্জন করে তাকে বেতন বলে। যেমনঃ সরকারি বা বেসরকারি চাকরি থেকে উপার্জন, কারখানার শ্রমিক হিসাবে উপার্জন ইত্যাদি। অর্থাৎ বেতন বলতে, কোন ব্যক্তির/ করদাতার শারীরিক/মানসিক শ্রম বা সেবার বিনিময়ে কোন সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রমিক পায় তাকে বুঝায়।
আমাদের আয় কর নির্দেশনায় আছে, সাধারণভাবে একজন চাকুরিজীবী করদাতার প্রাপ্ত মূল বেতন, উৎসব ভাতা, পরিচারক ভাতা, সম্মানী ভাতা, ওভারটাইম ভাতা, স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা এবং বিভিন্ন পারকুইজিট (সুবিধা) বেতন খাতের করযোগ্য আয়।
প্রতি বছর দেখা যায় ব্যক্তি শ্রেনীর বেতন খাতের কর দাতাদের রিটার্ন প্রদানের সংখ্যা বাড়ে এর অনেক গুলো কারণ ও রয়েছে । অবশ্যই তারা অনেক সচেতন এবং সুনামধন্য প্রতিষ্ঠান থেকে ও একটি নির্দিষ্ট পদবির পর এটিকে বাধ্যতামূলক করেছে। ১৯৮৪ সালের আয়কর আধ্যাদেশের ২১ ধারা অনুযায়ী বেতন খাতে আয় করধার্য হিসাবে মোট আয়ের অন্তর্ভুক্ত। অধ্যাদেশের ২(০৮) ধারা অনুসারে বেতনের মধ্যে উল্লেখিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত হয়ঃ১। বেতন বা মজুরি; ২। বার্ষিক বৃত্তি, পেনশন ও গ্রাচুইটি; ৩। যে কোন ফি, কমিশন, ভাতা, বেতন পূরক বা মজুরির বেতন বা মজুরির পরিবর্তে বা অতিরিক্ত হিসাবে প্রাপ্ত মুনাফা; ৪। অগ্রিম বেতন; ৫। ছুটি নগদায়ন।
বেতন সম্পর্কিত খাত বা উপাদান করযোগ্য করমুক্ত আয় সমূহের ব্যাখ্যাঃ
| বিবরণ সমূহ | পরিমান (ক) | কর অব্যহতি প্রাপ্ত
(খ) |
নীট করযোগ্য
গ=ক-খ |
মন্তব্য |
| মূল বেতন
|
৩,০০,০০০/- | – | ৩,০০,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য |
| বিশেষ বেতন
|
২৪,০০০/- | ২৪,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য
|
|
| বকেয়া বেতন (যা
পূর্বে করযোগ্য
আয়ের অন্তর্ভুক্ত
হয় নাই)
|
৩০,০০০/- | ৩০,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য
|
|
| মহার্ঘ ভাতা | ৩৬,০০০/- | ৩৬,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য
|
|
| বাড়ী ভাড়া ভাতা
(নগদ) |
১,২০,০০০/- | ১,৫০,০০০/- | ০.০০ | মূল বেতনের ৫0% অথবা মাসিক ২৫,০০০/ এ দু’টির মধ্যে যেটি কম সে অংক করমুক্ত।
|
| চিকিৎসা ভাতা (নগদ) | ৪৮,০০০/- | ৩০,০০০/- | ১৮,০০০/- | মূল বেতনের ১০% অথবা বার্ষিক ১,২০,০০০/- টাকা (প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা), এ দু’টির মধ্যে যেটি কম সে পরিমাণ অংক করমুক্ত।
|
| হাট, কিডনি, চক্ষু, লিভার ও ক্যান্সার সার্জারি খরচের জন্য প্রাপ্ত অংক
|
৫০,০০০/- | ৫০,০০০/- | — | সম্পূর্ণ করমুক্ত তবে শেয়ারহোল্ডার পরিচালকগণ এ কর অব্যাহতির সুবিধা প্রাপ্য হবেন না।
|
| যাতায়াত ভাতা
( নগদ) |
৪৮,০০০/- | ৩০,০০০/- | ১৮,০০০/- | বার্ষিক ৩০,০০০/- পর্যন্ত করমুক্ত |
| উৎসব ভাতা
|
৬০,০০০/- | ৬০,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য | |
| পরিচারক ভাতা
|
১৮,০০০/- | ১৮,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য | |
| ছুটি ভাতা
|
৩০,০০০/- | ৩০,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য | |
| সম্মানী/ পুরস্কার
ফি
|
৫০,০০০/- | ৫০,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য | |
| ওভার টাইম
|
৩৮,০০০/- | ৩৮,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য | |
|
বোনাস/এক্সগ্রেসিয়া
|
২০,০০০/- | ২০,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য | |
| স্বীকৃত ভবিষ্য
তহবিলে
নিয়োগকর্তা
কর্তৃক প্রদত্ত চাঁদা।
|
৪৮,০০০/- | — | ৪৮,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য |
| স্বীকৃত ভবিষ্য
তহবিলে অর্জিত সুদ |
৭৫,০০০/- | ৭৫,০০০/- | মূল বেতনের ১/৩ অংশ পর্যন্ত প্রাপ্ত সুদ (এখানে বেতন বলতে মূল বেতন এবং মহার্ঘ ভাতা বুঝাবে) অথবা সরকার কর্তৃক নির্ধারিত হার ১৪.৫০%, এ দুয়ের মধ্যে যেটি কম সে পরিমাণ অংক করমুক্ত
|
|
| যানবাহন সুবিদার জন্য বিবেচিত আয় | ৬০,০০০/- | যদি করদাতা ব্যক্তিগত, ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ী পান তাহলে মূল বেতনের ৫% বা বার্ষিক ৬০,০০০/- টাকা (দুই এর মধ্যে যেটি বেশি) সরাসরি নীট করযোগ্য আয় হবে। | ||
| বিনামূল্যে বা হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত বাসস্থানের জন্য বিবেচিত আয়
|
(ক) যদি করদাতা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বিনা ভাড়ায় সজ্জিত বা অ-সজ্জিত বাসস্থানে বাস করেন তাহলে সাধারণভাবে মূল বেতনের ২৫% করযোগ্য আয় হিসেবে গণ্য হবে।
(খ) যদি করদাতা নিয়োগকর্তা থেকে হ্রাসকৃত ভাড়ায় সজ্জিত বা অ-সজ্জিত বাসস্থান প্রাপ্ত হন সে ক্ষেত্রে সাধারণভাবে মূল বেতনের ২৫% হতে প্রকৃত পরিশোধিত ভাড়া বাদ দিয়ে পার্থক্য করযোগ্য আয় হিসেবে গণ্য হবে।
|
|||
| অন্যান্য, যদি থাকে | করদাতা যদি নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাসস্থানে দারোয়ান, মালি, বাবুর্চি কিংবা অন্য কোন সুবিধা পেয়ে থাকেন তবে প্রাপ্ত সুবিধার সমপরিমাণ আর্থিক মূল্য করযোগ্য আয় হিসেবে দেখাতে হবে।
|
|||
| ছুটি নগদায়ন | ২০,০০০/- | — | ২০,০০০/- | সম্পূর্ণ অংক করযোগ্য |
| সরকারি বা অনুমোদিত গ্র্যাচুইটি | ৪ কোটি | ২.৫ কোটি | ১.৫ কোটি | ২ কোটি ৫০ লক্ষ টাকার অতিরিক্ত করযোগ্য অংক
|
| Workers’ Participation Fund | ৭০,০০০/- | ৫০,০০০/- | ২০,০০০/- | বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ( ২০০৬ সনের ৪২ নং আইন) এর আওতায় প্রতিষ্ঠিত Workers’
Participation Fund থেকে কোন ব্যক্তি কর্তৃক ৫০,০০০/- টাকা পর্যন্ত প্রাপ্ত অর্থ করমুক্ত;
|