It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
বেসরকারি বেতন-ভোগী
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন খাতে আয় গণনা
এস আর ও নং ২১১ আইন আয়কর/২০১৭ তারিখ ২১ জুন ২০১৭ অনুযায়ী ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪(৪)(b) ধারার ক্ষমতাবলে সরকার, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, বোনাস ও উৎসব ভাতা ব্যতীত লাম্প গ্রান্ডসহ অন্যান্য সকল প্রকার ভাতা ও সুবিধাদিকে প্রদেয় আয়কর হইতে অব্যাহতি প্রদান করেছে। অর্থাৎ সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীদের শুধু মূল বেতন, বোনাস ও উৎসব ভাতা করধার্য আয় বাকি সকল সুবিধাদি অকরধার্য আয়।
উদাহরণ দিয়ে বিষয়টি আরো ক্লিয়ার করা যায়, জনাব আশরাফ ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি ৫০,০০০-৭১,২০০ টাকা স্কেলে ২০২১ সালের জুলাই মাসে মূল বেতন বাবদ ৬০,৮৪০ টাকা পান। তার ইনক্রিমেন্টের তারিখ প্রতি বছর পহেলা জুলাই থেকে। তার অন্যান্য সুবিধাসমূহ নিম্নরূপ :(ক) চার্জ ভাতা মাসিক ১০০০ টাকা। (গ) উৎসব ভাতা প্রতি বছর ২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।(ঘ) যাতায়াতের জন্য তার নামে বরাদ্দকৃত একখানি গাড়ি আছে যার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ সরকারই বহন করে। (ঙ) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে তার নামে বরাদ্দকৃত একখানি ভাড়ামুক্ত সু-সজ্জিত সরকারি বাংলো আছে। (চ) শিক্ষা সহায়ক ভাতা বাবদ পান মাসিক ১,০০০ টাকা । মি: ময়না এর সংশ্লিষ্ট করবর্ষে বেতন খাতে মোট আয় নির্ণয় কর। (খ)চিকিৎসা ভাতা মাসিক ১,৫০০ টাকা, আমরা এখন জানব জনাব আশরাফের মোট করযোগ্য আয় এবং তার আয়কর কত।
করদাতা: জনাব আশরাফের
বেতনখাতে মোট আয় নির্ণয়
করবর্ষ : ২০২২-২০২৩; আয়বর্ষ : ২০২১-২০২২
| আয়ের খাত ও বিবরন | টাকা | টাকা |
| মূল বেতন (৬০,৮৪০*১২) | ৭,৩০,০৮০/- | |
| চার্জ ভাতা (১০০০*১২)
বাদঃ অকরধার্য (সম্পূর্ণ) |
১২,০০০/-
১২,০০০/- |
০.০০ |
| চিকিৎসা ভাতা
বাদঃ অকরধার্য (সম্পূর্ণ) |
১৮,০০০/-
১৮,০০০/- |
০.০০ |
| উৎসব ভাতা (৬০৮৪০/-*২) | ১,২১,৬৮০/- | |
| যাতায়াত ভাতা (৭,৩০,০৮০/-*৫% ৩৬,৫০৪/- বা ৬০,০০০/- টাকার মধ্যে বড়টি
বাদঃ অকরধার্য (সম্পূর্ণ) |
৬০,০০০/-
৬০,০০০/- |
০.০০ |
| সু-সজ্জিত বাসস্থানঃ ভাড়া মূল্য বা মূল বেতনের ২৫%= (৭,৩০,০৮০/-*২৫%)
বাদঃ অকরধার্য (সম্পূর্ণ) |
১,৮২,৫২০/-
১,৮২,৫২০/- |
০.০০ |
| শিক্ষা সহায়ক ভাতা (১,০০০/-*১২)
বাদঃ অকরধার্য (সম্পূর্ণ) |
১২,০০০/-
১২,০০০/- |
০.০০ |
| বেতন খাতে মোট আয় | ৮,৫১,৭৬০/- |
(রেয়াত সম্পর্কে ধরে নিলাম কিছু নেই)
করদাতা: জনাব আশরাফের
বেতনখাতে মোট আয় নির্ণয়
করবর্ষ : ২০২২-২০২৩; আয়বর্ষ : ২০২১-২০২২
প্রদেয় কর নির্ণয়
প্রথম ৩,০০,০০০/- টাকার উপর ০% = ০.০০
পরবর্তি ১,০০,০০০/- টাকার উপর ৫% =৫,০০০/-
পরবর্তি ৩,০০,০০০/- টাকার উপর ১০% =৩০,০০০/-
পরবর্তি ৪,০০,০০০/- টাকার উপর ১৫% = ২২,৭৬১/-
পরবর্তি ৫,০০,০০০/- টাকার উপর ২০% = ০.০০
অবশিষ্ঠ টাকার উপর ২৫% = ০.০০
জনার আশরাফের ৮,৫১,৭৬০/- টাকার উপর মোট আয়কর ৫৭,৭৬১/-।