আয়কর ও আয়কর রিটার্ন 

এই মুহুর্তের অনেকগুলো আলোচিত বিষয়ের মধ্যে দুইটি হল আয়কর এবং আয়কর রিটার্ন। সম্প্রতি সরকার কর্তৃক বিভিন্ন সরকরি বেসরকরি কাজ বা সুবিধা গ্রহনে এটিকে (আয়কর রিটার্ন) বাধ্যতামূলক  করেছে। আমদের প্রায় সকলেই জানি যে, পৃথিবীর প্রায় সবদেশেই নাগরিকদের তাদের সরকারকে আয়কর দিতে হয়। উন্নত দেশগুলোতে এটি খুবই সাধারণ একটি বিষয় এবং আয়কর দাতা এবং প্রদেয় আয়কর রেট এর হার উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর তুলনায় অপেক্ষাকৃ্ত বেশি। উদাহরণ হিসাবে, ইউকে বা যুক্ত্রাজ্যের বিষয়টি বিবেচনা করা যাক, সেখানে বেসিক রেট, হাইয়ার রেট ও এডিশনাল রেটে যা যথাক্রমে ২০%, ৪০% এবং ৪৫% হারে করযোগ্য আয়ের উপর করঅরোপ করা হয়।

 

ব্যক্তি শ্রেনীর করদাতাদের আয়কর ও আয়কর রিটার্ন

যে কোন দেশে কোনরুপ প্রত্যক্ষ্ সুবিধার  আশা না করে বাধ্যতা মূলক ভাবে আয়কর সরকারকে দিতে হয়। কাজেই এটি এক টি সাধারণ বিষয়।এবার আসা যাক রিটার্ন প্রসংগে। আসলে রিটার্ন হল আয়কর কর্তৃপক্ষ প্রদত্ত একটি নির্দিস্ট ফরম যেখানে, করদাতার আয়, ব্যয়, এবং সম্পদের তথ্যাবলি থাকে। যাদের কর যোগ্য আয় রয়েছে তারা আয়কর রিটার্ন দাখিল করবেন আবার নির্দিষ্ট সুবিধা গ্রহণের ক্ষেত্রেও সুবিধা গ্রহিতাকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দখিল করতে হবে। আয়কর রিটার্ন অবশ্যই নির্দিস্ট আয়কর কর্তৃপক্ষের অফিসে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হয়। আয়কর হিসাব, রিটার্ন প্রস্তুত ও জমাদান কোন কঠিন কাজ নয়, এটি নিজে নিজেই করা যায়, তবে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার ।যদি নিজে করার সময় না হয়, তাহলে আমদের কাছ থেকেও এই সব (ব্যক্তি শ্রেনীরকর দাতাদের) সুবিধা নিতে পারেন। আমরা দীর্ঘ দিন যাবৎ আমাদের পরিচিতজনদের এবং তাদের রেফারেন্সে অন্যদের খুব কম সম্মানিতে এই সুবিধা দিয়ে আসছি।তুলনামূলক কম সম্মানিতে আমদের সেবা নিতে ও জানতে ক্লিক করুন এখানে

আমদের সেবা নেয়ার নিয়ম জানতে ক্লিক করূন এই লিঙ্কে